করোনা ভাইরাস/ কোভিড-১৯ মহামারী, প্রত্যক্ষ (আক্রান্ত হওয়ার মাধ্যমে) এবং পরোক্ষ (দৈনন্দিন জীবনের স্বাভাবিক তাল কেটে দেয়ার মাধ্যমে) উভয়ভাবেই মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। আমরা আপনাকে আমাদের গবেষণায় অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। COVID-19, personality, and quality of life: Self-enhancement in the time of pandemic শিরোনামের এই গবেষণাটি একটি আর্ন্তজাতিক গবেষণা যেখানে আমরা দেখতে চাচ্ছি যে এই মহামারীর সময় করোনা ভাইরাস নিয়ে মানুষ কি বিশ্বাস করছে, কি অনুভব করছে, কি চিন্তা করছে ও কি করছে এবং এই প্রতিক্রিয়ার সাথে ব্যক্তিত্ব কিভাবে সম্পর্কিত? এই গবেষণার সমন্বয়ক হলেন অধ্যাপক Magdalena Żemojtel-Piotrowska, Cardinal Stefan Wyszynski University, Warsaw, Poland। এই গবেষণাকাজে নিয়োজিত গবেষকদের তালিকা পাওয়া যাবে CSWU Cross-Cultural Psychology Centre এর ওয়েবসাইট https://www.crossculturalpsychlab.com/ এবং Research Gate এ এই লিঙ্কে : https://www.researchgate.net/project/COVID-19-personality-and-quality-of-life-Self-enhancement-in-the-time-of-pandemic

এই গবেষণার উদ্দেশ্য হলো কোভিড-১৯/ করোনা ভাইরাস মহামারীর প্রতি মানুষের আবেগীয় এবং মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার একটি সামগ্রিক তালিকা তৈরি করা।

যদি আপনি এই গবেষণায় অংশগ্রহণ করতে চাইলেঃ
- এই প্রশ্নমালাটি পূরণ করতে ২০-৩০ মিনিটের মতো সময় লাগবে
- আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে
- আপনার বয়স, জাতীয়তা, আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তথ্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ হওয়ায় আপনার বসবাসের স্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে আপনার পরিচয় জানতে চাওয়া হবে না এবং প্রাপ্ত উপাত্ত শুধু যৌথ বিশ্লেষণে ব্যবহার করা হবে।

যদি আপনি গবেষণায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হোন, তাহলে নিচে ‘আমি ইচ্ছুক’ অপশনে ক্লিক করুন। যদি গবেষণায় অংশগ্রহণ করতে না চাইলে ‘আমি ইচ্ছুক নই’ অপশনে ক্লিক করুন বা ব্রাউজারে ট্যাবটি কেটে দিন।